আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে চাই টেকসই পণ্য: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৯-০৬ ২৩:১২:৩৪


এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য নতুন নতুন পরিবেশ বান্ধব ও টেকসই পণ্য বাজারে আনতে হবে। সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি আয়োজিত সোশ্যাল কমপ্ল্যায়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে এখনো প্রশিক্ষিত লোকবলের অভাব রয়েছে। আজকের এই কর্মশালার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। জুনিয়র পর্যায়ের পাশাপাশি মাঠ পর্যায়ের অফিসারদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তরিত করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমানে প্লাস্টিক শিল্প একটি বৃহৎ খাত হিসেবে বিবেচিত। এই সেক্টর অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে। লোহা ও কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিক এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ খাতের উৎপাদনও ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।

জসিম উদ্দিন বলেন, দেশে প্লাস্টিক বর্জ্য থেকে ফেব্রিক্স তৈরী করা হচ্ছে। টেক্সটাইল এর প্লাস্টিক টেকনোলজি সেন্টার স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপন এর দ্রুত বাস্তবায়ন দরকার। এলডিসি গ্রাজুয়েশনের ফলে আমাদের যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলার জন্য এখনি প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির সভাপতি জনাব মোঃ শামীম আহমেদ।

এএ