১১ শতাংশ তামার উৎপাদন বাড়িয়েছে পেরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১৪:২৫:৫৭


তামা উৎপাদনে উল্লম্ফন বাড়িয়েছে পেরু।চলতি বছরের প্রথম সাত মাসে ব্যবহারিক ধাতুটির উৎপাদন বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ। তবে গত জুলাইয়ে উৎপাদন ৪ দশমিক ৩ শতাংশ কমে যায়। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসের মধ্যে শুধু জানুয়ারি ও জুলাইয়ে উৎপাদন নিম্নমুখী ছিল। বাকি পাঁচ মাস ধারাবাহিকভাবে উৎপাদন বৃদ্ধি পায়। জানুয়ারিতে পেরুর তামা উৎপাদন ৭ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ তামা উৎপাদক দেশ পেরু।গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাবে দেশটির তামা উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়। তবে এ বছর সংকট মোকাবেলায় তামা খনিগুলোতে কঠোর স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা গ্রহণ করা হয়েছে। ফলে শ্লথ হয়ে পড়া উৎপাদনে নতুন গতির সঞ্চার হয়েছে। বছরের প্রথম সাত মাসে দেশটি সব মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার টন তামা উৎপাদন করেছে।

সানবিডি/এনজে