এশিয়া ও মধ্যপ্রাচ্যে বাড়ছে অপরিচ্ছন্ন জ্বালানির চাহিদা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১৪:৩৫:১১


বৈশ্বিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চড়া। এটি এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ খাতকে হাই-সালফার জ্বালানি (এইচএসএফও) ব্যবহারে প্ররোচিত করছে। বিদ্যুতের গ্রীষ্মকালীন ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে বেশি মাত্রার অপরিচ্ছন্ন এ জ্বালানির ব্যবহার স্বাভাবিকের তুলনায় বাড়ছে। বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

সাশ্রয়ী কিন্তু অনেক বেশি মাত্রায় দূষণযোগ্য এইচএসএফও ব্যবহারের প্রবণতা উন্নয়নশীল দেশগুলোর জন্য সবচেয়ে বেশি জটিলতা তৈরি করেছে। অর্থনীতিতে উৎপাদন ব্যয় নিম্নমুখী রাখার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এসব দেশের জন্য। করোনা মহামারীর প্রভাব কাটিয়ে বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। ফলে গত বছর স্বাভাবিক থাকলেও চলতি বছর এলএনজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ফলে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বিদ্যুৎ উৎপাদনে আরো সাশ্রয়ী জ্বালানির ব্যবহারে ঝুঁকছেন। এ কারণেই শক্তিশালী হচ্ছে রেসিডুয়াল ফুয়েল অয়েলের (নিম্নমানসম্পন্ন জ্বালানি তেল) চাহিদা।

সানবিডি/এনজে