এবাদুল করিম এমপির সাথে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন’র মত বিনিময়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০৭ ২০:৪৩:৩১
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি মোঃ এবাদুল করিম বুলবুলের সাথে পরিবেশবাদী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এবং সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশন যৌথভাবে তাদের ১২টি ইউনিটের মাধ্যমে সাম্প্রতিক কালে বিশেষ করে করোনাকালীন সময়ে সারাদেশে মানবিক ও পরিবেশগত যে সকল কার্যক্রম করেছে তা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর নবীনগর শাখা “সিজিবি নবীনগর ইউনিট” এর বিভিন্ন সামাজিক ও মহতী কাজ স্থানীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল এর দৃষ্টি আকর্ষিত হয়।
এরই ধারাবাহিকতায় সংসদের নিমন্ত্রণে সংগঠন দুটির প্রতিষ্ঠাতা জনাব জি এম কিবরিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকাস্থ বিকন টাওয়ারে সাংসদের সাথে মত বিনিময়ে অংশগ্রহণ করে।
প্রতিনিধি দলে ছিলেন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবু হেনা মোঃ মহসীন, সহ-সভাপতি জনাব মোঃ ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক জনাব সালামুল লতিফ চৌধুরী।
এ সময় বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) জনাব মোঃ জহিরুল ইসলাম, সাউথ এশিয়া টাইমস এর ব্যবস্থাপনার পরিচালক ও উরখুলিয়া গ্রামের কৃতিসন্তান জনাব আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সাথে দীর্ঘ আড়াই ঘণ্টার আলাপ চারিতায় সংগঠন দুটির প্রতিষ্ঠিতা তাদের দেশব্যাপী কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। জনাব এবাদুল করিম ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি ব্যক্ত করেন। বিশেষ করে নবীনগর ইউনিটের কার্যক্রমের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ সময় সিজিবি নবীনগর ইউনিটের মাধ্যমে কিভাবে নবীনগরের পরিবেশ ও সমাজ উন্নয়নে সংগঠনটি অবদান রাখতে পারে, সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সংগঠন দুটির কার্যক্রমের সাথে একাত্মতা পোষন করেন এবং সংগঠনের যে কোন প্রয়োজনে পাশের থাকার আশ্বাস প্রদান করেন।
পরে সাংসদ মধ্যহ্ন ভোজের মাধ্যমে প্রতিনিধি দলটিকে আপ্যায়ণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা জনাব জি এম কিবরিয়া বলেন, “একজন সংসদ সদস্য যিনি একটি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তিনি এতক্ষণ সময় দিয়ে আমাদের কথা শুনবেন তা আমাদের ভাবনারও অতীত ছিল। পরিবেশ ও সামাজ উন্নয়ন তাঁর আগ্রহ ও পরিকল্পনা আমাদেরকে অভিভূত করেছে। তাছাড়া তাঁর অমায়ীক ব্যবহার ও আতিথিয়তায় আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। সান বিডির মাধ্যমে আমরা তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
এএ