দুটি সহযোগী প্রতিষ্ঠান করবে সাউথ বাংলা ব্যাংক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-০৭ ২১:৪৩:৩৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ দুটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্র মতে, ব্যাংকটি মার্চেন্ট ব্যাংকিং পরিচালনা করার জন্য এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হবে।
ব্যাংক সূত্র মতে, এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দুটির অনুমোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা করে ও পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা করে।
এদিকে একই সভায় সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস।
একই সাথে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ টাকা।
৬ মাসে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ টাকা।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ আগস্ট দেশের উভয় পুঁজিবাজারে অভিষেক হওয়া সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের লেনদেন। বর্তমানে ‘এন’ ক্যাটাগরিভুক্ত সাউথবাংলা ব্যাংকের লেনদেন চলছে। এর আগে গত ৯ আগস্ট সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার পাঠানো হয়।
এর আগে কোম্পানিটির আইপিওতে গত ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত আবদেন গ্রহণ করা হয়। আইপিও সমবন্টনের নীতিমালা অনুযায়ী, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিওতে সাধারণ বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ৬৬টি শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ১০৮ শেয়ার পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৭৬টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।
সাউথ বাংলা ব্যাংক পুঁজিবাজারে থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের জন্য ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা করে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
গত ০৯ মে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৩তম সভায় কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আইপিও অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর