৯ সেপ্টেম্বর থেকে মুন্নু সিরামিক-এগ্রোর কারখানা পুরোপুরি চালু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৮ ১০:১৩:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের মুন্নু সিরামিক এবং মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির পরিচালনা পর্ষদ তাদের কারখানা পুরোপুরি চালুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির কারখানায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুরোপুরি চালু হবে। এর আগে করোনার কারণে ২০২০ সালের ১০ এপ্রিল থেকে মুন্নু সিরামিক এবং মুন্নু এগ্রোর কারখানা অস্থায়ীভাবে বন্ধ করা হয়। এরপর একই বছরের ২৩ জুন উভয় কোম্পানির কারখানা আংশিক চালু করা হয়। এবার চলতি বছরের ৯ সেপ্টেম্বর কোম্পানি দুইটির কারখানা পুরোপুরি চালুর ঘোষণা দিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস