তালেবান সরকারকে এখনই স্বীকৃতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০৮ ২০:১১:৩৪
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে।
মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রায় দুই দশক ধরে তালেবানের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ শুরা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন আখুন্দ। কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার চার সদস্যের নাম ঘোষণা করেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার নতুন সরকারে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানি পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। প্রতিরক্ষামন্ত্রী হয়েছে তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর-এর ছেলে ইয়াকুব।
তালেবানের আগের সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবার প্রধানমন্ত্রীত্ব পাওয়া মোল্লা হাসান আখুন্দ। তবে, জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় তাঁর নাম রয়েছে।
এদিকে নানাকারণে এরইমধ্যে সমালোচনার মুখে পড়েছে দেশটির নেতৃত্ব। মন্ত্রিসভায় স্থান পাওয়া সবাই পুরুষ এবং তাদের কারও কারও মার্কিন বাহিনীর ওপর হামলার সংগে সম্পৃক্ততা থাকায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আমরা তালেবানের ঘোষিত সরকারের নামগুলো দেখেছি, সেখানে কোনো নারী নেই। যারা পদ পেয়েছেন তারা হয় তালেবানের সদস্য, নয়তো তাদের মিত্র গোষ্ঠীর। আমরা মন্ত্রিসভার কয়েকজনের পুরনো ইতিহাস নিয়ে উদ্বিগ্ন।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র তালেবানকে তাদের কার্যক্রম দিয়ে বিচার করবে, কথা দিয়ে নয়।
এরই মধ্যে আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় কোনো নারী না থাকায় কাবুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন কয়েকশ নারী।
এএ