আফগান ইস্যুতে রাশিয়া-ভারত বৈঠক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৮ ২০:৪২:১৫


তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে অংশ নিয়েছেন।  বৈঠকে দুই পক্ষ আফগানিস্তানের রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা  করেছে বলে ভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

এই বৈঠকে আফগানিস্তানে ভারত ও রাশিয়ার মধ্যকার রাজনৈতিক-নিরাপত্তা সহযোগিতার উল্লেখযোগ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা, গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দুপক্ষই জৈশ-ই-মুহাম্মাদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম পর্যালোচনা করেছে। বৈঠকে  এই সংকটময় সময়ে আফগানিস্তানকে সহায়তা করার জন্য মস্কো ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

সানবিডি/এনজে