ডিমের পাশাপাশি বেড়েছে আটা ও তেলের দাম

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৯-০৯ ১৫:২৮:১২


আরেক দফা হালিপ্রতি মুরগির ডিমের দাম বেড়েছে ২ টাকা। ডিমের পাশাপাশি আটা ও তেলের দাম বেড়েছে। রাজধানীতে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৪ টাকা আর আটার দাম বেড়েছে কেজি প্রতি ২ টাকা। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে চাল, ডাল এবং চিনিও।

নতুন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্রেতারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, করোনার কারণে আয় নেই। আর এ সময়ে একের পর এক জিনিসিপত্রের দাম পাল্লা দিয়ে বাড়ছে। মাছ-মাংস, চাল-ডালের পর এখন ডিমের দাম বাড়ছে। আমাদের এখন না খেয়ে থাকতে হবে।

রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে বাজার করতে আসা মানসুর আহমেদ বলেন, মুরগি কিনতে গিয়েছি, দেখি ১২০ টাকা কেজির মুরগি ১৫০ টাকা চাইছে, মনের দুঃখে কিছু না বলে চলে এলাম।

তিনি বলেন, মাছ কিনতে গিয়েছি, রুই মাছের কেজি ৩০০ টাকা, দাম শুনে আর দাঁড়াইনি। এখন ডিম কিনতে চাইলাম, হালি চাইছে ৪০ টাকা। আপনিই বলেন, এটা কি সহ্য করা যায়। আমরা মধ্যম আয়ের মানুষরা কই যাব।

সেগুনবাগিচা কাঁচাবাজারে আসা ক্রেতা মহিন হাওলাদার বলেন, নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে না। প্রতিটি পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে।

তিনি বলেন, করোনার কারণে চাকরি হারিয়ে মানুষ যখন দিশেহারা, তখন ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে জিনিসপত্রে দাম বাড়াচ্ছে। আমরা তার শিকার হচ্ছি। সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণ করা।

সেগুনবাগিচা কাঁচাবাজারের ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, মুরগির ডিম ও মাংস দুটোরই দাম বেড়েছে। করোনার কারণে সরকার ঘোষিত বিধিনিষেধ তুলে দেওয়ার পর থেকে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত খুলেছে। হোটেল রেস্তোরাঁগুলোও খুলেছে। তাই ডিম ও মুরগির মাংসের চাহিদা বেড়েছে। আর তাতে দামও বেড়েছে।

সানবিডি/ এন/ আই