দর বৃদ্ধির শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৯ ১৫:৪৫:৫৯
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৪৯ বারে ৭৪ লাখ ৬২ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অলিম্পিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৮৬ বারে ৪১ লাখ ৫৯ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৪৯ বারে ৬৭ লাখ ৪৬ হাজার ৫০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রংপুর ফাউন্ড্রির ৮.৯০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৮.৭৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৭৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪২ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.২৪ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.১০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস