সৌদিগামী প্রবাসীদের জন্য করোনার টিকার বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৯-১০ ১৯:৩২:০০


সৌদিগামী প্রবাসীদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। আন্তঃমন্ত্রণালয় সভায় বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।

বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, টিকার রেজিস্ট্রেশন কার্ড, টিকা কার্ড ও পাসপোর্ট- এই তিনটি কাগজ থাকলেই প্রবাসী বা হজযাত্রীরা বুস্টার ডোজ পাবেন।

মন্ত্রী জানান, যাদের প্রয়োজন আছে তারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আবেদন করবে। বিএমইটি তা স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়ে দিবে। এরপর স্বাস্থ্য অধিদফতর তালিকা ধরে তাদের বুস্টার ডোজ টিকা প্রদান করবে। সৌদি ভিসা আছে এমন হজযাত্রী অথবা প্রবাসীরাও এর আওতায় আসবেন।

কেউ সৌদি আরব যেতে চাইলে তাঁকে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বা মডার্নার দুই জোট টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা নেওয়ার নিয়ম করে দিয়েছে সেই দেশের সরকার। তবে যাঁরা সিনোফার্ম বা সিনোভ্যাকের দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁরা অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের টিকার আরও অন্তত এক ডোজ নিয়ে সৌদিতে যেতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে যারা সিনোফার্ম-এর টিকা নিয়েছেন তাঁরা সৌদি আরব যেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। এর মধ্যে যারা সৌদি আরব যাত্রা করবেন তাদের যাত্রা নিশ্চিত করতেই সরকার বুস্টার ডোজ দেওয়ার এই পরিকল্পনা গ্রহণ করেছে।

এদিকে বিমান বন্দরে পিসিআর মেশিন এখনো স্থাপন না করায় আটকে আছে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাত যাত্রা।

এএ