সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিব্রা ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১১ ১২:৪৩:৫৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্মা এইডসের দর বেড়েছে ৩৪ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের দর বেড়েছে ৩২ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–  এএমসিএলের (প্রাণ) ৩০.৪৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২৯.৭০ শতাংশ, বাটা সু’র ২৯.৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৭.৩৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২৬.৮০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২৪.১১ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২২.১১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস