চা রফতানিতে শ্রীলংকার আয় বেড়েছে ৮১০০ কোটি রুপি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-১১ ১৪:১৮:৪১


চা রফতানি খাতে চলতি বছরের প্রথম চার মাসে শ্রীলংকার আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে হাজার ১০০ কোটি শ্রীলংকান রুপিতে দাঁড়িয়েছে। জৈব সারের ব্যবহার বৃদ্ধি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর গ্রহণযোগ্যতার স্বীকৃতিস্বরূপ রফতানিতে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানায় দেশটির প্রশাসন। দেশটির অর্থ ও পুঁজিবাজার এবং রাজ্য উদ্যোগ সংস্কারবিষয়ক প্রতিমন্ত্রী অজিত নিভার্দ ক্যাভরাল এমনটা জানান। খবর কলম্বোপেজ ডটকম।

এ বিষয়ে বৃহস্পতিবার লংকান গণমাধ্যম ডাইনামিনাকে দেয়া এক সাক্ষাত্কারে অজিত নিভার্দ জানান, ২০১৯ সালের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে চা রফতানি খাতে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বেড়েছে ১ হাজার ৭০০ কোটি রুপি।

এ সময় তিনি জানান, অভ্যন্তরীণ চাহিদা ব্যতিরেকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে জৈব সার প্রয়োগে উৎপাদিত পণ্যের চাহিদা অনেকটা তুঙ্গে। ভোক্তারা রাসায়নিক সারের বিপরীতে জৈব সার দিয়ে উৎপাদিত কৃষিপণ্যের প্রতি ঝুঁকছেন।

সানবিডি/এনজে