ভারতীয় প্রতিবন্ধকতায় বেনাপোলে অপেক্ষায় ৯০০ পণ্যবাহী ট্রাক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১১ ১৫:২৩:৫২


জায়গা সংকুলান না হওয়ায় যশোরের বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশ করতে পারছে না। একারণে বন্দরে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার  (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত রপ্তানি পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বন্দরে এসব ট্রাক রাখার কোনো টার্মিনাল নেই। তাই বন্দরের হাইওয়ে সড়ক এবং বাইপাস সড়কসহ সব সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। যে কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, ইচ্ছে করেই বন্দরে স্থান সংকট সৃষ্টি করা হয়েছে।ভারত প্রতিদিন এ বন্দর দিয়ে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রপ্তানি করলেও বাংলাদেশি পণ্য নেওয়ার ক্ষেত্রে তারা বরাবরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত চার দিনে রপ্তানি পণ্য নিয়ে অন্তত ৯০০টি ট্রাক বেনাপোল বন্দরে অপেক্ষা করছে ভারতে প্রবেশের জন্য। ভারত প্রতিদিন মাত্র ১৫০ ট্রাক রপ্তানি পণ্য গ্রহণ করছে। অন্যদিকে ভারত প্রতিদিন এই বন্দর দিয়ে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রপ্তানি করছে।

সানবিডি/এনজে