সেতাবগঞ্জ চিনিকলের ২০৩ শ্রমিকের অন্যত্র বদলি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১১ ২০:০০:১৮
দীর্ঘ প্রায় ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলের শ্রমিকদের অন্য স্থানে বদলি শুরু হয়েছে।সরকারি দুটি আদেশে শ্রমিক-কর্মচারীদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর সরকারি এক আদেশে সেতাবগঞ্জ চিনি কলসহ ছয়টি চিনি কলে এক যোগে আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জানা যায়, সেতাবগঞ্জ চিনিকলে এক হাজার ৬৩ জন শ্রমিক -কর্মচারী থাকার কথা। বিভিন্ন সময় অবসরে যাওয়ার পর ১ ডিসেম্বর বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৬০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। বাকি ৪০৩ জন শ্রমিক কর্মচারীকে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। অপরদিকে দেশে চালু তাকা ৯ চিনি কলে শ্রমিক-কর্মচারী চরম সংকট রয়েছে। পরে মন্ত্রণালয় চালু থাকা সুগার মিল গুলোতে বন্ধ সুগার মিল গুলোর শ্রমিক-কর্মচারীর বদলি সিদ্ধান্ত নেওয়া হয়।
সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান বলেন, সরকার কাউকে ছাটাই না করে বদলি করে কর্ম ঠিক রাখার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি। এতে করে অন্তত কাউকে চাকরি হারিয়ে বেকার হতে হবে না।
সানবিডি/এনজে