সোমবার থেকে নতুন নামে লেনদেন তাওফিকার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১১ ২৩:০৪:৫১
পুঁজিবাজারের তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন হয়েছে। ফলে আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর, ২০২১) থেকে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ট্রেডিং কোড বদল হয়ে যাবে।
কোম্পানি সূত্র মতে, শেয়ারহোল্ডারদের আগ্রহে ও অনুরোধে লাভেলো আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড “তাওফিকা” এর পরিবর্তে “লাভেলো” করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর, ২০২১ থেকে তাওফিকা নয়, লাভেলো নামে ট্রেড হবে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার।
এর আগে গত (৬ এপ্রিল) কোম্পানির পর্ষদ সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। এর পর গত ২৪ মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট ছিলো ২৯ এপ্রিল।
গত ১০ ফেব্রুয়ারি কোম্পানিটি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করে।
২০২০ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকায় অর্থাৎ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর