নোবিপ্রবির সহকারী অধ্যাপিকা অর্পিতা রায় আর নেই

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-১৩ ১১:০৫:৫৬


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপিকা অর্পিতা রায় নিউজিল্যান্ডে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে নিউজিল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “অর্পিতা রায় আজ বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে মারা গেছে। তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে বমি করছিলেন। এরপর চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানে আইসিইউতে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “অর্পিতা রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রথম আমরা কোনো সহকর্মীকে হারালাম। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই’’।

অর্পিতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। শোক বার্তায় তিনি বলেন, “অর্পিতা রায়ের মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন’’।

উল্লেখ্য, অর্পিতা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে নোবিপ্রবিতে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

সানবিডি/ এন/আই