মহামারিতে ২৮ শতাংশের বেশি গৃহশ্রমিকের মজুরি কমেছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৩ ১৫:১২:৫৩
মহামারি করোনার প্রকোপের সময় ২৮ দশমিক ২ শতাংশ গৃহশ্রমিকের বেতন কমেছে ঢাকা শহরে কর্মরত গৃহশ্রমিকদের ওপর চলতি বছর করা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। রোববার রাজধানীর প্রেস ক্লাবে বিলস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য নইমুল আহসান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, অক্সফাম ইন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী গীতা রানী অধিকারী, গবেষণা পরিচালনাকারী টিমের প্রধান জাকির হোসেন খান প্রমুখ।
‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়ন নিরীক্ষা এবং উওরণের উপায়’ শীর্ষক এ সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ শতাংশ ছিলেন অনাবাসিক (লিভ আউট)। ৪০ শতাংশ আবাসিক (লিভ ইন) গৃহশ্রমিক।
এই সমীক্ষায় দেখা গেছে, গৃহশ্রমিকদের গড় মজুরি প্রতি মাসে ৪ হাজার ৫০০ টাকার কিছু বেশি। এদের মধ্যে ৯০ শতাংশই ৭ হাজার টাকার কম মজুরি পেয়ে থাকেন। তবে যেসব গৃহশ্রমিকের কারিগরি প্রশিক্ষণ রয়েছে, তাদের গড় আয় অপ্রশিক্ষিতদের তুলনায় ভালো।
সানবিডি/এনজে