ভোজ্যতেলের আমদানি শুল্ক কমালো ভারত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৪ ১৪:১৪:৫৫
বর্তমানে বিশ্বের শীর্ষ ভোজ্যতেল ক্রেতা দেশ ভারত।দেশটিতে সম্প্রতি ভোজ্যতেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।ঊর্ধ্বমুখী বাজারদরে লাগাম টেনে ধরতে ভোজ্যতেলের আমদানি শুল্ক কমিয়েছে ভারত। সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক হ্রাসের এ ঘোষণা দেয়া হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।
শুল্ক হ্রাসের সিদ্ধান্তে ভারতে ভোজ্যতেলের দাম কমে আসতে পারে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। পাশাপাশি ভোজ্যতেলের ব্যবহার ও আমদানি বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে।
অপরিশোধিত পাম অয়েলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে নিয়ে আসা হয়েছে। অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৭ দশমিক ৫ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে পরিশোধিত পাম অয়েল, সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৩৭ দশমিক ৫ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
সানবিডি/এনজে