সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৫ ১১:০৬:০৮
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, দর কমেছে ১৩৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৪৬ লাখ ৬৬ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৮২০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬ টির, দর কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪২ লাখ ৭৯ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস