এটিবি প্লাটফর্মে যাচ্ছে ওটিসির ১৮ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৯-১৬ ২১:১০:৫৩


ওভার দ্য কাউন্টারের (ওটিসি) ২০টি প্রতিষ্ঠানকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের জন্য খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওটিসি মার্কেটের যেসব কোম্পানিতে পাবলিক শেয়ারহোল্ডিং বেশি রয়েছে এটিবিতে পাঠানোর জন্য সে সব কোম্পানি বেছে নেয়া হয়েছে।

কোম্পানিগুলো হলো- বাংলা প্রসেস ইন্ডাস্ট্রিজ, ড্যান্ডি ডায়িং, ডায়নামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইলস, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাস্ট্রিজ, মোনা ফুড প্রোডাক্টস, পারফিউমস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রেট্রো সিনথেটিকস প্রোডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাসেম সিল্ক মিলস, কাসেম টেক্সটাইলস মিলস, রাসপিট ইনস বিডি, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট মিলস, শেরপুর টেক্সটাইল মিলস ও ইউনাইটেড এয়ারওয়েজ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস