হিলিতে কেজিতে ৩ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৮ ১৪:২৬:২৭


চাহিদার তুলনায় সরবরাহের কম থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের পাইকারি বাজার। কেজিতে ২-৩ টাকা দাম বেড়েছে মসলা পণ্যটির।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, এতদিন বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছিল। তবে সম্প্রতি নাসিক জাতের পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আসছে। সঙ্গে আসছে নতুন বেলোরি জাতের পেঁয়াজ। এতে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে দাম বেড়েছে।

হিলির বাজারে দেখা যায়, শুক্রবার বন্দরে আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা একদিন আগেও ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়। বেলোরি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে।

সানবিডি/এনজে