পেট্রোপোলে কার্গো গেটের নির্মাণকাজ ও টার্মিনাল উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৮ ১৪:৩৮:২৯


যশোরের বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের দ্বিতীয় কার্গো গেটের নির্মাণকাজ ও যাত্রী টার্মিনাল ভবন-১ শুক্রবার উদ্বোধন করা হয়েছে।এই উদ্বোধনের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই ‍উপস্থিত ছিলেন। ফলে পাসপোর্টধারী যাত্রী ও আমদানি-রফতানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীর এবং কালের বিবর্তনে উত্তীর্ণ। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ-ভারত সম্পর্ক যেকোনো প্রতিবেশী দেশের জন্য রোল মডেল। রক্ত দিয়ে লেখা এ সম্পর্ক ছিন্ন করা যায় না।

সানবিডি/এনজে