সৌদিতে ১৩৭ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা চায় বাংলাদেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৯ ১৪:২৯:১৪
সৌদি আরবের বাজারে বাংলাদেশী ১৩৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা প্রদানের বিষয়ে দেশটির বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালামান এফ রহমান। শনিবার সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করেন তিনি। বর্তমানে সালমান এফ রহমান সৌদি আরবে সফর করছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই আলোচনা সভায় সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে বিভিন্ন দেশ পোশাক পণ্য, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত মাছ ও ওষুধ আমদানি করছে। সৌদি আরব চাইলে বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২০১৮ সালে সৌদি বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা চুক্তির পর্যালোচনা করে কার্যক্রম ত্বরান্বিত করার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে তদারক করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠনেরও প্রস্তাব পেশ করেন।
সানবিডি/এনজে