দর পতনের শীর্ষে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৯ ১৬:৫৩:৫২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। ফান্ডটি ১৯৩ বারে ৮ লাখ ৭৪ হাজার ৬০৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৬৮ বারে ২৬ লাখ ৫৮ হাজার ৬৭২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৪১ বারে ১৪ লাখ ২৬ হাজার ৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭১ শতাংশ ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.৫৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস