পাকিস্তান যাচ্ছি,আমার সঙ্গে কে কে যাবে: ক্রিস গেইল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৯ ১৭:৪৬:৪৩


হঠাৎ করে পাকিস্তান সফর বাতিল করে ক্রিকেটবিশ্বে আগুন জ্বালিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর কিছু সময় আগে পুরো সফর বাতিল করা ক্রিকেট ইতিহাসেই বিরল ঘটনা! যে নিরাপত্তা ইস্যুর কথা বারবার বলা হচ্ছে, সেই সমস্যাটা যে আসলে কী সেটাই পরিস্কার করছে না নিউজিল্যান্ড। এতে আবারও শংকায় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। এই সংকটকালীন মুহূর্তে এবার এশিয়ার দেশটির পাশে দাঁড়ালেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল।

এক টুইট বার্তায় এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান লিখেছেন, ‘আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’ এই টুইট করে নিশ্চয়ই তিনি বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

সানবিডি/এনজে