ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেবে শাওমি ফোন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৯ ২০:২০:০২


প্রতিবছর ভূমিকম্পের কারণে বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে তাই এবারে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি এর স্মার্টফোনে নিয়ে আসছে একটি নতুন ফিচার। এই ফিচার ভূমিকম্পকে আগেভাগে শনাক্ত করে জরুরি সতর্কতা দেবে ব্যবহারকারীকে। এতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় পেয়ে যাবেন ওই ব্যবহারকারী। খবর জি নিউজের।

বিষয়টি অবিশ্বাস্য শোনালেও শাওমির একই ধরনের একটি ফিচার এরই মধ্যে সফলতা দেখিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালের মে মাসের মধ্যে চীনের অন্তত ৩৫টি ভূমিকম্প আগে থেকে শনাক্ত করে সতর্কবার্তা দিতে পেরেছে শাওমির এমআইইউআই সিস্টেম। নতুন ফিচারটি হবে এই ফিচারেরই সংযোজন।

মূলত এই ফিচারে বিশেষ ধরনের সেন্সর ব্যবহার করা হবে। এই ধরনের সেন্সর সাধারণত ব্যবহার করা হয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংক্রান্ত কেন্দ্রগুলোতে। সেই প্রযুক্তিই এবার স্মার্টফোনে যুক্ত করতে যাচ্ছে শাওমি। তবে কবে নাগাদ এই ফিচার বাজারে আসবে বা এর নাম কী হবে তা নিয়ে কিছু জানা যায়নি।

এএ