‘শীতল যুদ্ধ’ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনকে গুতেরেসের সতর্কতা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২০ ২০:১৮:৫০


দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে সম্ভাব্য নতুন ‘শীতল যুদ্ধ’ নিয়ে দেশ দুটিকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘের সাধারণ অধিবেশন সামনে রেখে গুতেরেসএ আহ্বান জানান। খবর আলজাজিরার।

জাতিসংঘ মহাসচিব দুই দেশকে তাদের সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানান।

এ ব্যাপারে গুতেরেস বলেন, আমাদের যে কোনোভাবে এ স্নায়ুযুদ্ধকে এড়িয়ে যেতে হবে, যা আগের স্নায়ুযুদ্ধ থেকে হবে আলাদা। এটা হবে সম্ভবত আরও বেশি জটিল ও সমাধান করার ক্ষেত্রে কঠিন।’

শনিবার বার্তাসংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বলেন, দুর্ভাগ্যবশত আমরা কেবল সংঘাতে লিপ্ত।’ আমাদের দুই পরাশক্তির মধ্যে চলনশীল সম্পর্ক পুনস্থাপন করতে হবে।’

সানবিডি/এনজে