ইউসিবি-বাংলাদেশ ব্যাংক এসিএস চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২০ ২১:৩৭:০৯
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম(এসিএস)এর মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) ইউসিবি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব ফোরকান হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। এছাড়া, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুন নাহার; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি অনুযায়ী, খুব শীঘ্রই ইউসিবি’র সকল শাখার মাধ্যমে বিভিন্ন সরকারি ফি ও রাজস্ব সংগ্রহ করা যাবে এবং সরকারি ট্রেজারিতে জমা করা যাবে। এছাড়া, এই প্রক্রিয়ার ফলে চালান রিয়েল টাইম যাচাই করা যাবে; ফলে চালানের যথার্থতা যাচাই করা সম্ভব হবে।
এএ