বৈশ্বিক দস্তার উত্তোলন ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৪:১৯:১২


দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় উপাদান দস্তার মাধ্যমে স্বর্ণ ও রৌপ্যের মতো মূল্যবান ধাতু নিষ্কাশন করা হয়। এছাড়া দস্তার সাহায্যে মরিচা নিবারণ (গ্যালভানাইজেশন), বৈদ্যুতিক ব্যাটারি ও ড্রাইসেল, মোটরগাড়ি ও বিমানের যন্ত্রাংশ তৈরিসহ নানা ধরণের কাজ করা হয়।

তবে মহামারি করোনার প্রকোপ বৃদ্ধির পর থেকেই এ ধাতুর উত্তোলন খাতে মন্দা দেখা দেয়। ফলে চাহিদা থাকলেও টান পড়ে সরবরাহে। বর্তমানে মহামারির সংক্রমণ কমে আসায় এ বছর দস্তা উত্তোলনে সম্ভাবনার বার্তা দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

এ ব্যাপারে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, দস্তা উত্তোলন খাতে গত বছরের মন্দা কাটতে শুরু করেছে। চলতি বছর ধাতুটির উত্তোলন ৫ দশমিক ২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

সানবিডি/এনজে