চেঞ্জমেকার অ্যাওয়ার্ড অর্জন করলেন বাংলাদেশি তরুণী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৪:২৯:৩৯


মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন বাংলাদেশি তরুণী ফাইরুজ ফাইজা বিথার। এ কাজের স্বীকৃতিস্বরুপ তিনি প্রথমবারের মতো বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (বিএমজিএফ) থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ‘মনের স্কুল’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা।

ফাইজা বিথার পরিবর্তন আনার অনুপ্রেরণায় ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে এবং নেতৃত্বের জায়গায় থেকে ‘সুস্বাস্থ্য এবং মানুষের ভালো থাকা’র জন্য নিরলস কাজ (যা এসডিজি এর ৩ নং গোল অর্জনে সহায়ক) করে যাচ্ছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে ‘গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড-২০২১’ সম্মানে ভূষিত করা হয়েছে।

বিথারের ‘মনের স্কুল’ প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। দেশব্যাপী মানসিক চিকিৎসার সমানাধিকার সুনিশ্চিত করাও তাদের কাজের উল্লেখযোগ্য বিষয়।

বিএমজিএফ ফাউন্ডেশনের বার্ষিক গোলকিপার্স ক্যাইম্পেনের অংশ হিসেবে ‘গোলকিপার্স গ্লোবাল গোল অ্যাওয়ার্ড’ এর জন্য আরও তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

সানবিডি/এনজে