দর পতনের শীর্ষে রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৫:৪৪:৩৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ কমেছে। ফান্ডটি ১৫০ বারে ৩ লাখ ১৫ হাজার ৭২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল-২ মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৩৪ বারে ১৩ লাখ ৫০ হাজার ৫০০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিক্যা্ন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৮০ বারে ২০ হাজার ৯২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৫৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.৩৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.৩১ শতাংশ, মেঘনা পেটের ৪.১৫ শতাংশ, ডরিন পাওয়ারের ৩.৮৪ শতাংশ ও রেনইউক যজ্ঞেশ্বরের ৩.৭২ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস