শিগগিরই ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালুর আশা পররাষ্ট্রমন্ত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৯:১৫:৫৯
দ্রুত সময়ের মধ্যেই ফের ঢাকা থেকে নিউ ইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন।
সোমবার নিউ ইয়র্কের হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে সাংবাদিকদের সামনে তিনি এই আশার কথা জানান।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী গতকালকে বাংলাদেশ বিমানে নিউ ইয়র্কে এসেছেন। বাংলাদেশ বিমানে আমরা আগে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে যেতাম বহু বছর আগে। তারপর বিমানটা বন্ধ হয়ে যায়।
“এখন আমাদের বিমান এখানে এসেছে। আমাদের প্রত্যাশা, যে আগামীতে বাংলাদেশ বিমান নিউ ইয়র্ক টু ঢাকা এই লাইনটা চালু হবে।”
যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন অথরিটির সঙ্গে এরই মধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, “চুক্তিটি বেশ ভালো পর্যায়ে রয়েছে এবং স্বল্প মধ্যেই ফ্লাইট চালুর বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী।”
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ায় দুই দেশের সম্পর্ক ‘ভিন্ন মাত্রা’ পেয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
সানবিডি/এনজে