চিনি উৎপাদনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা ইন্দোনেশিয়ার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২২ ১৪:০৯:১৮
চিনির আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বনির্ভর হতে চায় ইন্দোনেশিয়া।এই পরিকল্পনার অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর জন্য একটি হোল্ডিং কোম্পানি গঠন করছে দেশটির সরকার। উদ্দেশ্য বড় পরিসরে উৎপাদন বৃদ্ধি করা এবং আমদানি কমিয়ে আনা। ইন্দোনেশিয়ার স্টেট প্লান্টেশন কোম্পানির প্রধান নির্বাহী মুহাম্মাদ আব্দুল গনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর রয়টার্স।
স্টেট প্লান্টেশন গ্রুপ পিটি পারকেবুনান নুসানতারা-৩ (পিটিপিএন-৩) চলতি বছর আট লাখ টন চিনি উৎপাদনের পূর্বাভাস দিয়েছে। ২০২৪ সালের মধ্যে উৎপাদন ১৮ লাখ টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে ২৬ লাখ চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে ইন্দোনেশিয়ার।
সানবিডি/এনজে