বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-২২ ১৬:৪৩:৩৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির নতুন ঘরের ফ্লোরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন এসে মোটরের সুইস বন্ধ করে তাদেরকে উদ্ধার করেন। এক সঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএ