আয়রন ডোমের জন্য ইসরাইলকে একশ কোটি ডলার মার্কিন সাহায্য

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৪ ১১:৩২:০৫


ইসরাইলের আয়রন ডোম সিস্টেমের জন্য একশ কোটি ডলার দেবে আমেরিকা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হাউজ অফ রিপ্রেজেনটেটিভে এই বিল পাস হয়। এরপর বিলটি সিনেটে উঠবে।

সিএনএন জানায়, হাউজের সংখ্যাগুরুদের নেতা স্টেনি হোয়ার বৃহস্পতিবার বিলটি আনার জন্য একটি পৃথক বিল তৈরি করেন। যার ফলে পাস করার জন্য প্রয়োজনীয় স্বাভাবিক নিয়মকে অতিক্রম করা হয় এবং দুই-তৃতীয়াংশ ভোট দরকার হয়।

হাউজে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়ে।

এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা তৈরি করতে যুক্তরাষ্ট্র আগেও ইসরায়েলকে সাহায্য করেছে। ইসরাইলের দাবি, হামাসের ছোড়া শতকরা নব্বই ভাগ রকেটই আয়রন ডোম সফলভাবে নিষ্ক্রিয় করতে পারছে। তবে আয়রন ডোম পুরোপুরি নিখুঁত নয়। একসংগে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লে এর প্রতিরক্ষাব্যবস্থায় কিছুটা হলেও ফাটল দেখা দেয়। এ কারণেই হামাসের কিছু রকেট ইসরাইলে আঘাত হানতে পারছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি হাউজের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন।

বেনেট বলেন, ইসরাইলের মানুষ আমেরিকার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।

এএ