ফের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৫ ১১:৩৩:০৩


চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যদিও চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি মাঠে গড়ানোর পর পরই বন্ধ হয়ে যায়।

ওই ম্যাচগুলোতে ব্রাজিল কোচ তিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে পাননি। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) আবেদনে সেসব খেলোয়াড়দের ইংলিশ লিগে পাঁচদিন নিষিদ্ধ করে ফিফা।

অক্টোবরে ফের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেকাওরা। তার জন্য ঘোষিত দলে সেই খেলোয়াড়দেরই আবারও ডেকেছেন কোচ তিতে।

শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। যেখানে রয়েছেন পাঁচদিনের নিষেধাজ্ঞায় পড়া সেই ৯ খেলোয়াড়ের মধ্যে ৮ জন।

তারা হলেন – অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড ও রাফিনিয়া। চোটের কারণে মাঠের বাইরে থাকায় ডাক পাননি লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

যদিও করোনাবিষয়ক নিয়মের জটিলতার এখনো অবসান হয়নি। কারণ ইউরোপে তালিকায় ব্রাজিল এখনও করোনার লাল তালিকভুক্ত দেশ। ক্লাবগুলো চাচ্ছে না তাদের ব্রাজিলিয় খেলোয়াড়রা লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুন।

এ বিষয়ে ব্রাজিল দলের সমন্বয়ক পাওলিস্তা বলেন, ফিফা, ইপিএল আর ইংলিশ সরকারের সঙ্গে আমাদের দারুণ আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান হবেই।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের বাছাইপর্বের এবার বড় তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নেবে নেইমাররা। এর তিন দিন পর কলম্বিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ অক্টোবর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমার-কাসেমিরোরা।

অক্টোবরে বাছাইপর্বের তিন ম্যাচের ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এদেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।

সানবিডি/ এন/আই