বিশ্ববাজারে কমেছে নিকেলের ঘাটতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৬ ১৪:৩১:৪৮


মহামারি পরিস্থিতির পর বিশ্ববাজারে কমেছে নিকেলের ঘাটতি। ধাতুটির ঊর্ধ্বমুখী বৈশ্বিক উত্তোলন  বাজারে ইতিবাচক প্রভাব তৈরি করেছে। ইন্টারন্যাশনাল নিকেল স্টাডি গ্রুপের (আইএনএসজি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ ব্যাপারে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে নিকেলের ঘাটতির পরিমাণ ছিল ৩২ হাজার ৪০০ টন। জুলাইয়ে ঘাটতি কমে ২৪ হাজার ৭০০ টনে নেমেছে। এদিকে বছরের প্রথম সাত মাসে নিকেলের বৈশ্বিক বাজার ১ লাখ ৫৮ হাজার ৯০০ টন ঘাটতির সম্মুখীন হয়। বিপরীতে গত বছরের একই সময়ে ধাতুটির বিশ্ববাজারে উদ্বৃত্ত ছিল ৮০ হাজার ৫০০ টন।

পর্তুগালের লিসবনভিত্তিক সংস্থাটি জানায়, এপ্রিলে নিকেলের বৈশ্বিক ঘাটতির পরিমাণ ছিল ২০ হাজার ৪০০ টন। মে মাসে ঘাটতি কিছুটা বেড়ে ২১ হাজার ৩০০ টনে উন্নীত হয়। কিন্তু জুনে বড় পরিসরে বেড়ে যায়। ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৪০০ টনে। টানা তিন মাস ঘাটতি বাড়তে থাকলেও জুলাইয়ে কমে যায়।

সানবিডি/এনজে