দেড় মাস পর হিলিতে কাঁচা মরিচ আমদানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৬ ১৫:৫৯:১৮
কাঁচা মরিচের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে দেড় মাস পর ভারত থেকে কাঁচা মরিচ এসেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। এতে করে দেশের বাজারে মরিচের দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বন্দর দিয়ে একটি ট্রাকে সাত টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর আগে, শনিবার বন্দর দিয়ে তিন ট্রাকে ১২ টন কাঁচা মরিচ আসে। আমদানি হওয়া মরিচ পাইকারিতে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এর আগেও দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হলে দীর্ঘ ৮মাস বন্ধের পর গত ১৪ ও ১৬ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে ৩৬ টন ৭৮৬ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দেড়মাস বন্ধের পর পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আসছে। আজ বন্দর দিয়ে এখন পর্যন্ত একটি ট্রাকে সাত টন মরিচ এসেছে।
সানবিডি/এনজে