প্রকাশিত খবর ভিত্তিহীন বলে জানিয়েছে এমারেল্ড অয়েল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৭ ১১:১৬:২৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি এমারেল্ড এমারেল্ড অয়েলকে বেসিক ব্যাংক ও ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর ডিএসইর প্রশ্নের জবাবে এ ব্যাখ্যা দিয়েছে এমারেল্ড অয়েল। সংবাদপত্রে কোম্পানির সাথে কোনো যোগাযোগ ছাড়া খবর প্রকাশ করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ইংরেজি দৈনিক পত্রিকা “দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড” এ BASIC, Bank Asia extend hands to receive Emerald Oil” শিরোনামে একটি খবর প্রকাশ হয়। এমন খবর প্রকাশের পর ডিএসইর প্রশ্নের জবাবে কোম্পানিটি এ তথ্য জানায়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস