করোনায় ব্যবসা বন্ধ, অত:পর নতুন পেশায়ও বিরক্ত শওকত আলম

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৯-২৭ ১৭:১২:০৭


করোনাভাইরাসের কারণে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন শওকত আলম সোহেল। এ অবস্থায় জীবন-জীবিকার তাগিদে একটি মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামেন রাইড শেয়ার করতে। গত দেড় বছর ধরে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেল চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন তিনি।

জীবন নির্বাহের এ পথটিও নির্বিঘ্ন ছিল না। যার কারণে ত্যক্ত-বিরক্ত হয়েই আজ জীবন-জীবিকার একমাত্র বাহনটিতে নিজেই আগুন ধরিয়ে দেন শওকত। সোমবার (২৭ সেপ্টেম্বর) বাড্ডা লিংক রোড এলাকায় নিজ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, ওই মোটরসাইকেল চালকের ঢাকার কেরানীগঞ্জে স্যানিটারি পণ্যের একটি দোকান ছিল। করোনার কারণে গত দেড় বছর ধরে তার ব্যবসা বন্ধ রয়েছে। একটি মোটরসাইকেল কিনে তিনি গত দুই-তিন মাস ধরে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহন করছিলেন। তবে এ পেশায় বিরক্তও ছিলেন তিনি।

থানা সূত্রে আরও জানা যায়, বাড্ডা লিংক রোড এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র শওকতের কাছে চায়। তখন তিনি ক্ষিপ্ত হয়ে নিজেই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। এতে তার মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মিয়া বলেন, করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় মোটরসাইকেল চালিয়ে সে জীবন যাপন করলেও বিষয়টা নিয়ে সে নিজে মনে মনে বিরক্ত এবং ক্ষিপ্ত ছিলেন। এছাড়া এর আগেও রাজধানীর পল্টনসহ একাধিক জায়গায় কাগজপত্রে ত্রুটি থাকার কারণে ট্রাফিক পুলিশের হাতে মামলা খেয়েছে। ফলে আজ আবার কাগজপত্র চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেছেন।

আমাদের জিজ্ঞাসাবাদে শওকত জানায়, নিজের মনের ক্ষোভ থেকেই তিনি ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় পুলিশ বা অন্যকোন কারো দোষ নেই। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সানবিডি/ এন/আই