হিলিতে ভারত থেকে ৪৭৮০ কেজি চুল আমদানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৭ ২১:১৭:০০
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে দেশটির নারীদের মাথার ফেলে দেওয়া চুল। আমদানি করা এসব চুল রাজধানীসহ স্থানীয় হেয়ার ক্যাপের কারখানাগুলোতে সরবরাহ করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের নাশাত ট্রেডার্স ও ঢাকার আশিক এন্টারপ্রাইজ নামের দুই আমদানিকারক প্রতিষ্ঠান এ চুল আমদানি করছে। ভারতের পশ্চিমবঙ্গের আর কে এক্সপোর্টার্স ও হিউম্যান হেয়ার নামের দুটি রফতানিকারক প্রতিষ্ঠান এ পণ্য বাংলাদেশে পাঠাচ্ছে।
এ ব্যাপারে মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন , বর্তমানে ভারত থেকে প্রতি কেজি চুল ৬৩ মার্কিন ডলার (পাঁচ হাজার ৩০০ টাকা) মূল্যে আমদানি করা হচ্ছে। যা কাস্টমসে শুল্কায়ন করা হচ্ছে একই মূল্যে। ১৫ শতাংশ শুল্ক বিদ্যমান থাকায় কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৮৫০ টাকা করে।’
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে শুরু করে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে চার হাজার ৭৮০ কেজি চুল আমদানি হয়েছে। এসব চুল থেকে সরকারি রাজস্ব বাবদ ২০ লাখ ২৭ হাজার টাকা আয় হয়েছে। বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিতে সরকারি নিয়মমাফিক সবধরনের সুযোগ-সুবিধা কাস্টমসের পক্ষ থেকে আমদানিকারকদের দেওয়া হচ্ছে।’
সানবিডি/এনজে