মুফতি কাজী ইব্রাহিম আটক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৮ ১৩:০২:১৫
আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটকের কারণ সম্পর্কে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরে জানানো হবে।
উল্লেখ্য, মুফতি ইব্রাহিম ফেসবুক ও ইউটিউবে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে বেশ আলোচিত।
এএ