অভিযানে পোড়ানো হলো ১৭ কোটি টাকার কারেন্ট জাল
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-২৮ ১৪:০১:২৪
বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনা ও ভোলার ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে ১৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণে জোন। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান। তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলা বেইস ও কালীগঞ্জ স্টেশন পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি পঞ্চাশ লাখ টাকা। পরে জালগুলো কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
সানবিডি/ এন/ আই