আইএসের বিরুদ্ধে কঠোর অবস্থানে তালেবান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৮ ১৯:০২:২২
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান শাখার উৎপাত বেড়েছে। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শেষ করার আগের দিন কাবুল বিমানবন্দরে তারা শক্তিশালী আত্মঘাতী হামলা করে। এছাড়া সম্প্রতি তালেবানের ওপরও বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।
ক্ষমতা দখলের পর তালেবান ২০ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘নিরাপত্তা নিশ্চিত’ করার আশ্বাস দিয়ে সরকার গঠন করে। কিন্তু আইএসের তৎপরতায় তাদের নিরাপত্তা ব্যর্থ প্রমাণিত হয়েছে। এমন অবস্থায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে তালেবান।
এ ব্যাপারে আল জাজিরার খবরে বলা হয়েছে, তালেবান আইএসের প্রতি অনুগত যেকোনো শক্তিকে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আইএসকেপির সাবেক নেতা জিয়াউল হককে তারা হত্যা করেছেন। এছাড়া আইএসকেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নানগর থেকে গ্রুপটির ৮০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আইএস দমনের বিষয়ে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের খুঁজে খুঁজে বের করে দমন করা হবে।
সানবিডি/এনজে