৮ শতাংশ রাবার রফতানি বাড়িয়েছে কম্বোডিয়া
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৯ ১৪:৩২:৫৪
রাবার রফতানির পরিমাণ বাড়িয়েছে কম্বোডিয়া। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটি থেকে ১ লাখ ৯৪ হাজার ৫২৫ টন রাবার রফতানি হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা ৮ শতাংশ বেশি। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রাবার থেকে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়া আট মাসে ৩২ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ রাবার রফতানি করেছে, গত বছরের একই সময়ের তুলনায় যা ৪০ দশমিক ৫ শতাংশ বেশি। মূলত রাবারের আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী থাকায় এ খাত থেকে আয় বেড়েছে দেশটির।
প্রতিবেদনে জেনারেল ডিরেক্টরেট অব রাবারের মহাপরিচালক হিম উন জানান, এ বছর শুকনো রাবারের দাম বেড়েছে। ফলে আলোচ্য সময়ে পণ্যটি রফতানি করে টনপ্রতি আয় এসেছে ১ হাজার ৬৭৩ ডলার, গত বছরের তুলনায় যা প্রায় ৩৮৬ ডলার বেশি।
সানবিডি/এনজে