ব্লক মার্কেটে লেনদেন ৬০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৯ ১৬:১২:২৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানির ৬০ কোটি ৮৩ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের ৯ কোটি ৬৪ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৭ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের  ৬ কোটি ৬ লাখ ৮১ হাজার টাকার।

এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৬৮ লাখ ২৫ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ৩ কোটি ৯০ লাখ ৬৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার, পেনিনসুলার ২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ২ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ৮৪ লাখ ২৩ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৪৯ লাখ টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকার, সিনো বাংলার ৯২ লাখ ৮০ হাজার টাকার, বে-লিজিংয়ের ৮৭ লাখ ৫০ হাজার টাকার, মারিকোর ৮৬ লাখ ৬৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৮১ লাখ ৭৯ হাজার টাকার, গ্রামীণফোনের ৭৬ লাখ ১০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭৫ লাখ টাকার, লাফার্জ হোলসিমের ৬৫ লাখ ৮১ হাজার টাকার, ডোমিনেজের ৫১ লাখ ২৭ হাজার টাকার, বিকনফার্মার ৪৯ লাখ ২৩ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লাখ ২৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪৮ লাখ ১৩ হাজার টাকার, এসআইবিএল ৪৭ লাখ ৬৩ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ৪৩ লাখ ৮৮ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৬৩ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৪১ লাখ টাকার, রিপাবলিকের ৩৯ লাখ ৯৮ হাজার টাকার, সামিট পাওয়ারের ৩৭ লাখ ২২ হাজার টাকার, ইউনিক হোটেলের ৩৭ লাখ ৭৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩৬ লাখ ৪৮ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৩৫ লাখ ৮৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩৫ লাখ ৮ হাজার টাকার, সিলভা ফার্মার ৩১ লাখ ২০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৯ লাখ ৫৯ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ২৯ লাখ ৩৮ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৪ লাখ ২১ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ১৩ লাখ ৮৯ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৩ লাখ ২৮ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৩ লাখ ৮ হাজার টাকার, পদ্মা লাইফের ১২ লাখ ১০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৯৯ হাজার টাকার, আইটি কনসালটেন্টসের ১১ লাখ ৬৯ হাজার টাকার, লাভেলোর ৯ লাখ ৭২ হাজার টাকার, ফর্চুন সুজের ৭ লাখ ৩৪ হাজার টাকার, ফার কেমিক্যালের ৭ লাখ ২৭ হাজার টাকার, এনার্জি প্যাকের ৭ লাখ ১২ হাজার টাকার, এভিন্স টেক্সটাইলের ৭ লাখ টাকার, বিডি ওয়েল্ডিংয়ের ৬ লাখ ৯৪ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬ লাখ ৮৮ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ৬ লাখ ৩০ হাজার টাকার, আইএফআইসির ৫ লাখ ৬১ হাজার টাকার, জনতা ইন্সুরেন্সের ৫ লাখ ৫৪ হাজার টাকার, আমান ফিডের ৫ লাখ ৫২ হাজার টাকার, ভিএএমএলবিডি মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৪০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৫ লাখ ৩৫ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ লাখ ৩৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৩১ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইনের ৫ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস