‘স্বাধীনতার ৫০ বছর পরও মসজিদের ইমামরা নিরাপদ নয়’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২৯ ২০:২৪:৫৭
স্বাধীনতার ৫০ বছর পরও মসজিদের ইমামরা নিরাপদ নয় বলে দাবি করেছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান।
তারা বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি মসজিদের ইমাম। একজন সম্মানিত আলেমকে সামান্য একটি ঘটনায় এভাবে মারধর এবং বসতঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বুধবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের চকরিয়ায় টর্চ লাইটের আলো চোখে পড়ার প্রতিবাদ করায় হাফেজ ফরিদুল আলম নামে এক ইমামের ওপর নির্মম হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ায় হয়। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।
নেতারা বলেন, ঘটনার ৬-৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারা প্রশাসনের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দাবি জানান তারা।
এএ