দর বৃদ্ধির শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যালস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-৩০ ১৬:৩৪:৫৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২১৬ বারে ৬ লাখ ৭ হাজার ৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনালি পেপারের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৩ বারে ১১ লাখ ৮৪ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রিমিয়ার সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৩ বারে ১১ লাখ ৮৪ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ারের ৬.৮৬ শতাংশ, অগ্নি সিস্টেমের ৬.৬৯ শতাংশ, ইউনিক হোটেলের ৬.৬২ শতাংশ, লাভেলোর ৬.১২ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.১১ শতাংশ ও বিডি লেম্পের ৬.০৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস