মদিনা,কুয়েত ও কাঠমান্ডুতে ফ্লাইট চালু করছে বিমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-৩০ ১৭:০০:৫২


দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে ফ্লাইট কাঠমান্ডু শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা রুটের ফ্লাইট শুরু করবে বিমান। অন্যদিকে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা-কুয়েত রুটের ফ্লাইট শুরু হবে ১০ অক্টোবর থেকে। এরই মধ্যে এসব রুটের ফ্লাইটের টিকিট বিক্রিও শুরু করেছে বিমান।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কাঠমান্ডু রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি-০৭১ স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি-০৭২ স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা-মদিনা রুটেও সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামী ১০ অক্টোবর থেকে চালু হতে যাওয়া এ রুটের ফ্লাইটগুলো ঢাকা থেকে প্রতি রবি ও বুধবার ফ্লাইট বিজি-৪০৩৭ স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবি ও বুধবার ফ্লাইট বিজি-৪০৩৮ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

সানবিডি/এনজে